---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 04

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 04
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 04, যেটিতে গুরুত্বপূর্ণ 25টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q

1. কুইক সিলভার বলা হয়-

A. পারদকে

B. লোহাকে

C. তামাকে

D. কোনোটিই নয়

 উত্তর :- (A)

2. পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা-

A. বিষ্ণু শর্মা

B. বল্লাল সেন

C. কালিদাস

D. সোমদেব

 উত্তর :- (A)

3. ক্যালসাইট কোন ধাতুর আকরিক-

A. ম্যাগনেশিয়াম

B. ক্যালসিয়াম

C. সোডিয়াম

D. পটাশিয়াম

 উত্তর :- (B)

4. যশবন্ত সাগর অবস্থিত-

A. রাজস্থান

B. হরিয়ানা

C. পাঞ্জাব

D. মধ্যপ্রদেশ

 উত্তর :- (D)

5. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন-

A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

B. শিশিরকুমার ঘোষ

C. অক্ষয় কুমার দত্ত

D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 উত্তর :- (C)

6. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়-

A. ১৭৭৮ সালে

B. ১৭৯৩ সালে

C. ১৮১১ সালে

D. ১৮৩১ সালে

 উত্তর :- (B)

7. বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়-

A. ৩ মার্চ

B. ১৮ এপ্রিল

C. ২০ জুন

D. ২৯ জুলাই

 উত্তর :- (B)

8. IPL 2024 এ Chennai Super Kings এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন-

A. Alia Bhatt

B. Katrina Kaif

C. Kiara Advani

D. Dipika Padukone

 উত্তর :- (B)

9. সম্প্রতি 75th Strandja Memorial Boxing Tournament এ সোনা জিতলেন কে ?

A. Nikil Sharma

B. Amit Panghal

C. Barun Singh

D. Manab Sarkar

 উত্তর :- (B)

10. সম্প্রতি ‘Water Warrior’ শহরের তকাম পেল –

A. কটক

B. নয়ডা

C. জয়পুর

D. নাগপুর

 উত্তর :- (B)

11. কোন রাজ্যের চতুর্থতম জীববৈচিত্র হেরিটেজ সাইট হল Gupteswar Forest ?

A. ওড়িশা

B. আসাম

C. ঝাড়খণ্ড

D. মধ্যপ্রদেশ

 উত্তর :- (A)

12. নিম্নলিখিত কোন শহরে প্রথম Digital India FutureSkills Summit 2024 আয়োজিত হয়েছে ?

A. Guwahati

B. Kolkata

C. Jodhpur

D. Siliguri

 উত্তর :- (A)

13. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ?

A. ম্যানোমিটার

B. ব্যারোমিটার

C. অ্যানিমোমিটার

D. কোনোটিই নয়

 উত্তর :- (A)

14. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়-

A. ২ জনুয়ারি

B. ২ ফেব্রুয়ারী

C. ২ মার্চ

D. ২ এপ্রিল

 উত্তর :- (B)

15. অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা-

A. পাণিনি

B. কলহন

C. জয়দেব

D. বাণভট্ট

 উত্তর :- (A)

16. স্ম্যাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? 

A. টেনিস  

B. ব্যাডমিন্টন

C. ভলিবল 

D. হকি 

 উত্তর :- (C)

17. ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে?

A. 1954 

B. 1957 

C. 1969 

D. 1961  

 উত্তর :- (A)

18. স্পেনের জাতীয় খেলা কি? 

A. রাখবি 

B. টেনিস 

C. ফুটবল 

D. ষাঁড়ের লড়াই  

 উত্তর :- (D)

19. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল?  

A. সন্তর

B. সরোদ 

C. সেতার 

D. বাঁশি  

 উত্তর :- (A)

20. ভারতীয় টেস্ট ক্রিকেট দলে প্রথম ক্যাপ্টেন কে ছিল? 

A. সি.কে.নাইডু 

B. লালা অমরনাথ 

C. রবিশাস্ত্রী 

D. কপিলদেব 

 উত্তর :- (A)

21. ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? 

A. উত্তরাখন্ড

B. ছত্রিশগড় 

C. তেলেঙ্গানা 

D. নাঙ্গাল্যান্ড  

 উত্তর :- (D)

22. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? 

A. X রশ্মি 

B. অবলোহিত রশ্মি 

C. অতিবেগুনী রশ্মি  

D. মাইক্রো তরঙ্গ  

 উত্তর :- (D)

23. বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্ৰ কোথায় অবস্থিত? 

A. তিরুবনন্তপুরম

B. বেঙ্গালুরু 

C. বিশাখাপত্তনম 

D. হায়দ্রাবাদ  

 উত্তর :- (A)

24. পল্লবদের রাজধানী কোথায় ছিল?  

A. কাঞ্চিপুরম

B. মগধ

C. পাটলিপুত 

D. বাতাপি  

 উত্তর :- (A)

25. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 

A. 356 খ্রিস্টপূর্বাব্দে  

B. 340 খ্রিস্টপূর্বাব্দে

C. 326 খ্রিস্টপূর্বাব্দে 

D. 323 খ্রীষ্টপূর্বাব্দে  

 উত্তর :- (C)


আগের পর্ব –

⦿ WBP & KP M.C.Q Part – 03

⦿ WBP & KP M.C.Q Part – 02

---Advertisement---

Related Post

Important Sources of Indian Constitution 2025 l ভারতীয় সংবিধানের উৎস 2025

Sources of Indian Constitution: ভারতের সংবিধান বিশ্বের অন্যতম বিস্তৃত ও বিশদ একটি সংবিধান। এটি রচনার সময় রচয়িতারা পৃথিবীর বহু দেশের সংবিধান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছিলেন। তবে, এর ...

Major Events in Indian and World History at a Glance – Important Dates l এক নজরে ভারত ও বিশ্ব ইতিহাসের প্রধান ঘটনাবলী – গুরুত্বপূর্ণ তারিখগুলি

Major Events in Indian and World History at a Glance: Understanding history is not just about knowing what happened—it’s about knowing when it happened. For students preparing for ...

Environmental Science Important 20 MCQ Part 01 l পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ পর্ব ০১

Environmental Science Important 20 MCQ Part 01: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, RRB, TET, ICDS সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সমস্ত চাকরির পরীক্ষা) পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 5 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ৫ | সকল গুরুত্বপূর্ণ MCQ

Indian Constitution Question and Answer Part 5: কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক (Centre-State Relations)” ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর — যা WBCS, SSC, RRB, PSC, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ...

Leave a Comment