---Advertisement---

History SLST 2025 Harappan Civilization l হরপ্পা সভ্যতা MCQ প্রশ্ন ও সাজেশন

By Siksakul

Updated on:

History SLST 2025 Harappan Civilization
---Advertisement---

History SLST 2025 Harappan Civilization: SLST History 2025 পরীক্ষার্থীদের জন্য হরপ্পা সভ্যতা বা Harappan Civilization একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পোস্টে আমরা আপনাদের জন্য এনেছি Harappan Civilization MCQ, হরপ্পা সভ্যতা SLST প্রশ্ন ও সাজেশন, এবং Indus Valley Civilization SLST সংক্রান্ত Objective Questions। যারা WB SLST History Practice Set খুঁজছেন বা Harappa Civilization SLST Questions ও Harappan Culture Questions SLST সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জন্য এই পোস্টটি হবে একদম সঠিক গন্তব্য।

এখানে আপনি SLST History MCQ Bengali তে পড়তে পারবেন হরপ্পা সভ্যতা MCQ প্রশ্নোত্তর, SLST ইতিহাস প্রশ্ন ২০২৫ ও SLST Harappan Civilization Suggestion যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। Harappa MCQ for SLST ও হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ আমরা Harappa Civilization PDF Download লিঙ্কও সংযুক্ত করেছি যাতে আপনি অফলাইনে প্রস্তুতি নিতে পারেন।

চলুন দেখে নেওয়া যাক SLST History Harappa Topic নিয়ে সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরসমূহ, যা আপনাকে SLST 2025 History Preparation ও ইতিহাস মক টেস্টের জন্য প্রস্তুত করবে।

History SLST 2025 Harappan Civilization l SLST History MCQ Bengali

হরপ্পা সভ্যতা: SLST ইতিহাস ২০২৫ | গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সাজেশন

১. কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল ?
(A) প্যালিওলিথিক যুগ
(B) লৌহ যুগ
(C) তাম্র প্রস্তর যুগ
(D) নিওলিথিক যুগ
✔️ উত্তর: (C) তাম্র প্রস্তর যুগ

২. প্রাচীন ভারতের কোনটি একটি সমুদ্র বন্দর ছিল?
(A) লোথাল
(B) হরপ্পা
(C) মহেঞ্জোদাড়ো
(D) কোনটিই নয়
✔️ উত্তর: (A) লোথাল

৩. হরপ্পা সভ্যতা আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
(A) জেমস প্রিন্সেপ
(B) ভিনসেন্ট স্মিথ
(C) আর. ডি. ব্যানার্জী
(D) দয়ারাম সাহানি
✔️ উত্তর: (D) দয়ারাম সাহানি

৪. হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল?
(A) চেনাব
(B) রাভি
(C) শতদ্রু
(D) সিন্ধু
✔️ উত্তর: (B) রাভি

৫. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?
(A) লোথাল
(B) কালিবঙ্গা
(C) সুকতাজেনদোর
(D) মহেঞ্জোদাড়ো
✔️ উত্তর: (B) কালিবঙ্গা

৬. প্রায় কত বছর আগে হরপ্পা সভ্যতার উদ্ভব ঘটে?
(A) ৪০০০
(B) ৫০০০
(C) ২০০০
(D) কোনটিই নয়
✔️ উত্তর: (B) ৫০০০

৭. কালিবঙ্গা অঞ্চলটি কোন নদীর তীরে?
(A) ইরাবতী
(B) রাভি
(C) ঘর্ঘরা
(D) সিন্ধু
✔️ উত্তর: (C) ঘর্ঘরা

৮. হরপ্পা সভ্যতার বেশিরভাগ অংশ স্বাধীন ভারতের কোথায়?
(A) গুজরাট
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব
✔️ উত্তর: (A) গুজরাট

৯. কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত হতো না?
(A) সোনা
(B) তামা
(C) রূপা
(D) লোহা
✔️ উত্তর: (D) লোহা

১০. ধোলাভিরা কোথায় অবস্থিত?
(A) উত্তর প্রদেশ
(B) গুজরাট
(C) ভারতীয় পাঞ্জাব
(D) সিন্ধু
✔️ উত্তর: (B) গুজরাট

১১. পশুপতি (শিব) এর আশেপাশে কোন প্রাণীটি ছিল না?
(A) সিংহ
(B) হরিণ
(C) হাতি
(D) বাঘ
✔️ উত্তর: (A) সিংহ

১২. মহেঞ্জোদাড়ো স্থানটি কোথায় অবস্থিত?
(A) লোথালে
(B) পাঞ্জাবের মন্টগোমারিতে
(C) লাহোরে
(D) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
✔️ উত্তর: (D) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

১৩. সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি ?
(A) বিষ্ণু
(B) অগ্নি
(C) ইন্দ্র
(D) পশুপতি
✔️ উত্তর: (D) পশুপতি

১৪. সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায় ?
(A) লোথাল
(B) ধোলাভিরা
(C) মহেঞ্জোদাড়ো
(D) হরপ্পা
✔️ উত্তর: (C) মহেঞ্জোদাড়ো

১৫. সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া যায় ?
(A) কালিবঙ্গান
(B) লোথাল
(C) রোপার
(D) হরপ্পা
✔️ উত্তর: (B) লোথাল

১৬. মহেঞ্জোদাড়োর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত ?
(A) ৭ ফুট
(B) ৮ ফুট
(C) ৯ ফুট
(D) ১০ ফুট
✔️ উত্তর: (B) ৮ ফুট

১৭. হরপ্পা লিপির সম্ভাব্য ধরণ ছিল ?
(A) সংস্কৃত
(B) প্রটো দ্রাবিড়
(C) পিক্টোগ্রাফি
(D) সুমেরিয়
✔️ উত্তর: (C) পিক্টোগ্রাফি

১৮. হরপ্পা সভ্যতার বাড়ীঘর কি দিয়ে তৈরী ছিল ?
(A) কাঠ
(B) পাথর
(C) ইট
(D) কোনটিই নয়
✔️ উত্তর: (C) ইট

১৯. হরপ্পার বাসিন্দারা কোন দেশের লোকেদের সঙ্গে ভাল বাণিজ্যিক সম্পর্ক রেখেছিল ?
(A) গ্রীস
(B) মিশর
(C) চীন
(D) মেসোপটেমিয়া
✔️ উত্তর: (D) মেসোপটেমিয়া

২০. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে ?
(A) লোথাল
(B) কালিবঙ্গান
(C) ধোলাভিরা
(D) রোপার
✔️ উত্তর: (A) লোথাল

২১. হরপ্পার লোকেরা এর ব্যবহার জানতেন –
(A) 4 এবং এর গুণকগুলি
(B) 8 এবং এর গুণক
(C) 12 এবং এর গুণক
(D) 16 এবং এর গুণক
✔️ উত্তর: (D) 16 এবং এর গুণক

২২. সিন্ধু সভ্যতাকে বলা হয় –
(A) লৌহ যুগীয়
(B) প্রস্তর যুগীয়
(C) গ্রাম ভিত্তিক
(D) শহর ভিত্তিক
✔️ উত্তর: (D) শহর ভিত্তিক

২৩. সিন্ধু সভ্যতা নগরী লোথাল কোথায় অবস্থিত ?
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) রাজস্থান
(D) গুজরাট
✔️ উত্তর: (D) গুজরাট

২৪. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে ?
(A) আলমগীরপুর
(B) মহেঞ্জোদাড়ো
(C) কোটদিজি
(D) ধোলাভিরা
✔️ উত্তর: (B) মহেঞ্জোদাড়ো

২৫. গুজরাটে অবস্থিত সিন্ধু সভ্যতার কেন্দ্র হল –
(A) ধোলাভিরা
(B) লোথাল
(C) কালিবঙ্গান
(D) ধোলাভিরা ও লোথাল দুটিই
✔️ উত্তর: (D) ধোলাভিরা ও লোথাল দুটিই

২৬. আলমগীরপুর অবস্থিত –
(A) হরিয়ানা
(B) রাজস্থান
(C) পাঞ্জাব
(D) উত্তর প্রদেশ
✔️ উত্তর: (D) উত্তর প্রদেশ

২৭. মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলত ?
(A) সিন্ধু
(B) ইন্ডিজ
(C) মেলুহা
(D) তেলুহা
✔️ উত্তর: (C) মেলুহা

২৮. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত ?
(A) রাজস্থানে
(B) পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়
(C) পাকিস্তান-ইরান সীমান্তে
(D) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়
✔️ উত্তর: (B) পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়

২৯. নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার লোকজন জানতো না ?
(A) তরবারি
(B) লোহা
(C) ঘোড়া
(D) উপরোক্ত সবকটি
✔️ উত্তর: (D) উপরোক্ত সবকটি

৩০. বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত ?
(A) গুজরাট
(B) হরিয়ানা
(C) রাজস্থান
(D) পাঞ্জাব
✔️ উত্তর: (B) হরিয়ানা

৩১. নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি ?
(A) মন্দির
(B) নগর-প্রাচীর
(C) শস্যাগার
(D) স্নানাগার
✔️ উত্তর: (A) মন্দির

৩২. সিন্ধু সভ্যতার মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল –
(A) স্বর্ণ ও রৌপ্য
(B) কপার এবং ব্রোঞ্জ
(C) মূল্যবান প্রস্তর
(D) উপরোক্ত সমস্ত
✔️ উত্তর: (D) উপরোক্ত সমস্ত

৩৩. রংপুর কোথায় অবস্থিত ছিল ?
(A) উত্তর প্রদেশ
(B) গুজরাট
(C) সিন্ধু
(D) রাজস্থানে
✔️ উত্তর: (B) গুজরাট

৩৪. হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে যখন প্রত্নতাত্ত্বিক খননকার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া -এর প্রধান ছিলেন –
(A) আলেকজান্ডার কানিংহাম
(B) মার্টিমার হুইলার
(C) দয়ারাম সাহানি
(D) জন মার্শাল
✔️ উত্তর: (A) আলেকজান্ডার কানিংহাম

৩৫. হরপ্পা “কথাটির অর্থ কি?
(A) মৃতের স্তুপ
(B) জনবেষ্টিত শহর
(C) পশুপতির খাদ্য
(D) নিষিদ্ধ নগরী
✔️ উত্তর: (C) পশুপতির খাদ্য

৩৬. মহেঞ্জোদাড়ো কথার অর্থ কী?
(A) মৃতের স্তুপ
(B) জনবেষ্টিত শহর
(C) পশুপতির খাদ্য
(D) নিষিদ্ধ নগরী
✔️ উত্তর: (A) মৃতের স্তুপ

SLST 2025 ইতিহাস পরীক্ষার জন্য হরপ্পা সভ্যতা (Harappan Civilization) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা আপনাদের জন্য এনেছি হরপ্পা সভ্যতা MCQ প্রশ্নোত্তর, যা WB SLST, NET, SET প্রস্তুতির জন্য অপরিহার্য। এই টপিক থেকে প্রায় প্রতি বছরই একাধিক প্রশ্ন এসে থাকে, তাই উপরের প্রশ্নগুলিকে ভালোভাবে অনুশীলন করুন।

আরো পড়ুনঃ ইতিহাস SLST 2025 প্রশ্নোত্তর: খলজি ও তুঘলক বংশ ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন


আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন তাহলে এখনি ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে www.raateralo.com

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment