---Advertisement---

Important Hormone One Liners Part 01 for Competitive Exams l হরমোন সম্পর্কিত এক লাইনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

By Siksakul

Published on:

---Advertisement---

Important Hormone One Liners Part 01 : আপনি কি WBCS, SSC, Railway, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ! পরীক্ষায় জীববিজ্ঞান থেকে প্রায়ই হরমোন সম্পর্কিত প্রশ্ন আসে, বিশেষ করে এক লাইনের তথ্যভিত্তিক প্রশ্ন যেগুলো দ্রুত মনে রাখা যায়।

এই সিরিজের ‘হরমোন সম্পর্কিত এক লাইনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১’ এ আমরা তুলে ধরেছি এমন ৩০টি+ গুরুত্বপূর্ণ এক লাইনের প্রশ্নোত্তর, যা শরীরের বিভিন্ন হরমোন, তাদের উৎস, কার্যকারিতা ও ঘাটতির ফলে কী সমস্যা হতে পারে – সে সম্পর্কে আপনাকে পরীক্ষামূলকভাবে প্রস্তুত করবে।

চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ হরমোন প্রশ্নোত্তর পর্ব ০১, যা আপনার প্রস্তুতিকে করবে আরও একধাপ এগিয়ে!

Important Hormone One Liners Part 01 for Competitive Exams

১. ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
👉 অগ্ন্যাশয় (Pancreas)

২. গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
👉 পিটুইটারি গ্রন্থি

৩. অক্সিটোসিনের প্রধান কাজ কী?
👉 প্রসব ও দুধ নিঃসরণে সহায়তা

৪. অ্যাড্রিনালিন হরমোন কী কাজ করে?
👉 বিপদের সময় শরীরকে প্রস্তুত করে

৫. থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি তৈরি করে?
👉 থাইরয়েড গ্রন্থি

৬. গ্লুকাগন হরমোনের কাজ কী?
👉 রক্তে গ্লুকোজ মাত্রা বৃদ্ধি করা

৭. প্রোল্যাকটিন হরমোন কী নিয়ন্ত্রণ করে?
👉 স্তনে দুধ উৎপাদন

৮. FSH হরমোন কী নিয়ন্ত্রণ করে?
👉 ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন

৯. কোন হরমোন গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটায়?
👉 অক্সিটোসিন

১০. TSH-এর পূর্ণরূপ কী?
👉 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

১১. কোন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে?
👉 মেলাটোনিন

১২. ক্যালসিটোনিন হরমোনের কাজ কী?
👉 রক্তে ক্যালসিয়াম কমানো

১৩. প্যারাথাইরয়েড হরমোন কী কাজ করে?
👉 রক্তে ক্যালসিয়াম বাড়ায়

১৪. কোন হরমোন পুরুষদের যৌন বৈশিষ্ট্য গঠনে সাহায্য করে?
👉 টেস্টোস্টেরন

১৫. প্রোজেস্টেরন হরমোন কোন কাজ করে?
👉 গর্ভধারণে সহায়তা করে

১৬. কোন হরমোন দুধ উৎপাদন শুরু করে?
👉 প্রোল্যাকটিন

১৭. ACTH হরমোনের কাজ কী?
👉 অ্যাডরিনাল গ্রন্থি সক্রিয় করা

১৮. কোন হরমোন “স্ট্রেস হরমোন” নামে পরিচিত?
👉 কর্টিসল

১৯. গলগন্ড রোগ কোন হরমোনের ঘাটতিতে হয়?
👉 থাইরক্সিন

২০. ইনসুলিন কী কাজ করে?
👉 রক্তে গ্লুকোজ কমায়

২১. মেয়েদের মাসিক নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে?
👉 প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন

২২. টেস্টিস কোন হরমোন তৈরি করে?
👉 টেস্টোস্টেরন

২৩. ADH-এর কাজ কী?
👉 শরীরে পানি সংরক্ষণ করা

২৪. হরমোন কীভাবে শরীরে পৌঁছে?
👉 রক্তপ্রবাহের মাধ্যমে

২৫. এন্ডোক্রাইনোলজি কী?
👉 হরমোন ও গ্রন্থি সংক্রান্ত বিজ্ঞান

২৬. কোন হরমোন বিপাকক্রিয়া (Metabolism) নিয়ন্ত্রণ করে?
👉 থাইরক্সিন

২৭. কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে?
👉 অ্যাড্রিনালিন ও ভাসোপ্রেসিন (ADH)

২৮. কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়?
👉 ইনসুলিন

২৯. কোন হরমোন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে?
👉 থাইরক্সিন

৩০. কোন হরমোন “লাভ হরমোন” নামে পরিচিত?
👉 অক্সিটোসিন

৩১. কোন হরমোন অতিরিক্ত হলে দৈত্যত্ব হয়?
👉 গ্রোথ হরমোন (শিশু অবস্থায়)

৩২. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়?
👉 ইনসুলিন

৩৩. মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
👉 পাইনেয়াল গ্রন্থি

৩৪. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি হলে কী রোগ হয়?
👉 গলগন্ড (Goiter)

৩৫. কোন হরমোন কিডনিতে জল শোষণে সাহায্য করে?
👉 ADH (Antidiuretic Hormone)

৩৬. ক্যালসিয়াম ও ফসফেট নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে?
👉 প্যারাথাইরয়েড হরমোন

৩৭. কোন হরমোন ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া তৈরি করে?
👉 অ্যাড্রিনালিন

৩৮. কোন হরমোন জরায়ুর অভ্যন্তরীণ আস্তরণকে প্রস্তুত রাখে?
👉 প্রোজেস্টেরন

৩৯. কোন হরমোন দুধ নিঃসরণ ঘটায়?
👉 অক্সিটোসিন

৪০. হরমোনের প্রধান কাজ কী?
👉 শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করা

৪১. মহিলাদের গর্ভধারণে সহায়ক দুটি হরমোন কোনগুলো?
👉 প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন

৪২. অ্যাডরিনাল গ্রন্থির অপর নাম কী?
👉 সুপেরারেনাল গ্রন্থি

৪৩. হরমোন কাকে বলে?
👉 দেহের রাসায়নিক বার্তাবাহক

৪৪. প্রোল্যাকটিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত?
👉 পিটুইটারি গ্রন্থি

৪৫. ইনসুলিন হরমোন কোথায় তৈরি হয়?
👉 ল্যাংগারহান্সের দ্বীপ (অগ্ন্যাশয়ে)

৪৬. কোন হরমোন যৌন ইচ্ছা জাগিয়ে তোলে?
👉 টেস্টোস্টেরন ও এস্ট্রোজেন

৪৭. কোন হরমোন প্রাথমিকভাবে নারীর প্রজনন নিয়ন্ত্রণ করে?
👉 এস্ট্রোজেন

৪৮. হরমোনের প্রভাব কীভাবে নির্ধারিত হয়?
👉 লক্ষ্য কোষের সংবেদনশীলতার মাধ্যমে

৪৯. গর্ভাবস্থায় জরায়ুর সম্প্রসারণে সাহায্য করে কোন হরমোন?
👉 অক্সিটোসিন

৫০. থাইরয়েড হরমোন কম হলে কী হয়?
👉 হাইপোথাইরয়ডিজম (ধীর বিপাক, ক্লান্তি ইত্যাদি)

Read More : Hormone Related Important MCQ Part 01 in Bengali

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment